উপজেলা সদর থেকে পুটিবিলা ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন গ্রামের যোগাযোগ ব্যবস্থা-
চট্টগ্রাম - কক্সবাজার আরকান রোড সংলগ্ন অবস্থিত লোহাগাড়া উপজেলার আমিরাবাদ (বটতলী) ষ্টেষণ থেকে প্রায় ০৫ কি:মি: দক্ষিনে অবস্থিত পুটিবিলা ইউনিয়ন পরিষদ। আমিরাবাদ থেকে দক্ষিনে পুটিবিলার মধ্যে দিয়ে লামা পর্যন্ত ডিসি সড়ক প্রবাহিত। পুটিবিলা ইউনিয়ন গ্রামের রাস্তা কাচা ও ব্রীক, ফ্লাস্টার সলিং নিয়ে গঠিত।
ক) উপজেলা থেকে আমিরাবাদ ষ্টেষণ পর্যন্ত - সিএনজিতে- ০৫-১০/- (জনপ্রতি)।
খ) আমিরাবাদ থেকে পুটিবিলা ও এম,চর,হাট বাজার পর্যন্ত - সিএনজিতে - ২০-২৫/- (জনপ্রতি), রিক্সাযোগে- ৬০-৭০/- (জনপ্রতি)।
গ) আমিরাবাদ থেকে পুটিবিলা , তাতী পাড়া, পর্যন্ত - সিএনজিতে - ২০-২৫/- (জনপ্রতি), রিক্সাযোগে- ৬০-৭০/- (জনপ্রতি)।
ঘ) আমিরাবাদ থেকে পুটিাবিলা গৌড়স্থান , সড়ইয়া পর্যন্ত , সিএন জিতে ৩০-৩৫/-
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS