সির্দ্বান্ত: সভায় আলোচনার পর ইউনিয়ন পরিষদ অপারেশনাল ম্যানুযাল ২০১২ এর আলোকে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনায় চলিত আর্থিক সালে উল্লেখিত প্রকল্প হইতে ১ম ও ২য় কিস্তির বরাদ্ব দ্বারা এক সাথে কাজ করার লক্স্যে নিন্ন বনিত প্রকল্প সমুহ নির্বাচন করা হয় এবং চুড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা বিজিসিসি কমিটির অনুমোদনের জন্য প্রেরন করার জন্য সর্ব সম্মতি ক্রমে প্রস্তাব পাশ হয়।
ক্রমিক | প্রকল্পের নাম | ওয়ার্ড | টাকার বরাদ্ব |
১ | গোরস্থান উচ্চ বিদ্যালয়ের রাস্তার উন্নয়ন | ১ | ৯,০৫০০/= |
২ | এমচর হাট রাস্তায় ইট বিছানো | ২ | ৮,০৫০০/= |
৩ | আবাসনের রাস্তায় ইট বিছানো | ৩ | ৭০৫০০/= |
৪ | দুদু ফকিরের রাস্তায় ইট বিছানো | ৪ | ৬,০৫০০/= |
৫ | এমচর হাট জামে মসজিদ রাস্তায় ইট বিছানো | ৪ | ১০৫০০০/= |
৬ | বদর উদ্দিনের বাড়ী রাস্তায় ইট বিছানো | ৫ | ৬,০৫০০/= |
৭ | ইউনিয়ন পরিষদের রাস্তার পাশ্বে দেওয়াল নিমৃান | ৭ | ৯০৫০০/= |
২য় প্রস্তাব: ওয়ার্ড কমিটি গটন ও স্কীম তদারক কমিটি গটন সভায় সভাপতি সাহেব সদস্য দের জানান যে, এল জি এস পি নতুন নীতি মালা অনুসারে প্রত্যেক স্কীমের জন্য একটি স্কীম বাস্তবায়ন কমিটি এবং প্রত্যেক ওয়ার্ড এর জন্য একটি স্কীম তদারক কমিটি গটনের নির্দেশনা রহিয়াছে। তিনি নীতি মালার আলোকে স্কীম বাস্তবায়ন কমিটি্ও স্কিম সুপারভিশন গটন প্রনালী সভায় পাট করিয়া শুনান । গঠন প্রনালী মোতাবেক স্কীম বাস্তবায়ন কমিটি এবং স্কীম সুপারভিশন কমিটি গঠন করার জন্য সদস্যদের অনুরোধ জানান।
সির্দ্বন্ত: প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড সভা আহবান করে স্কীম বাস্তবায়ন কমিটি ও স্কীম সুপারভিশন কমিটি গটন করার জন্য সভায় প্রস্তাব পাশ করা হয়।
৩য় প্রস্তাব: মাসিক সভার তারিখ নির্ধারন: সভায় মাসিক সভার তারিখ নিয়ে আলোচনা হয় সর্ব সম্মত সির্দ্বান্ত ক্রমে প্রত্যেক মাসের শেষ শনিবার বেলা ২ টায মাসিক সভার তারিখ নির্ধারন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস